রুপেরহাট অ্যাপস থেকে পণ্য অর্ডার করার নিয়ম।


নতুন রুপেরহাট অ্যাপে শপিং এখন আরো সহজ। মাত্র কয়েকটি ধাপ অতিক্রম করে আপনিও সহজে অর্ডার করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রুপেরহাট অ্যাপ হতে পারে অনলাইন কেনাকাটার বন্ধু। 

রুপেরহাটের বিশাল পণ্যতালিকা থেকে আপনার ঘরের দরজায় হাজির হবে পছন্দের সেরা পণ্যটি। বিশেষভাবে জনপ্রিয় "ডিসকাউন্ট হাট" ক্যাম্পেইন উপলক্ষে দারুণ সব অফার অপেক্ষা করছে আপনার জন্য, জানতে এখনই ভিজিট করতে পারেন রুপেরহাটের অ্যাপে।

রুপেরহাট অ্যাপ হতে অর্ডার করার নিয়ম ধাপে ধাপে বর্ণনা করা হল।

অ্যাপ ডাউনলোড করার পদ্ধতিঃ- আপনার মোবাইল ফোনে যদি এখনও নতুন রুপেরহাট অ্যাপটি না থাকে তবে আপনি দ্রুত গুগল প্লেস্টোরের এই ঠিকানায় গিয়ে ইনস্টল করে নিন রুপেরহাট অ্যাপটি।

ক্যাটাগরি থেকে প্রোডাক্ট খুঁজুনঃ-
এবার রুপেরহাট অ্যাপটি ওপেন করে "Categories" মেনুর মাধ্যমে পছন্দের পণ্য এর ক্যাটাগরি সিলেক্ট করে আপনার পছন্দের পণ্যটি খুঁজে বের করুন।
অর্ডার নিশ্চিত করুনঃ-
পছন্দের পণ্য টি খোঁজা হয়ে গেলে পণ্য টি কত পিস নিবেন সেটা গোল দেওয়া ঘরে বসিয়ে নিন যেমন ২ টি পণ্য নিলে ২ উল্লেখ করে দিন ৬ টি হলে ৬ উল্লেখ করুন।
এবার "Add to cart" বাটনে ক্লিক করার সাথে সাথে "View cart" অপশনটি চলে আসবে "View cart" এ ক্লিক করে পরের পেইজে যান। 
Cart পেইজে আসার পর আপনি যে যে পণ্যগুলো সিলেক্ট করেছেন ঐ পণ্য গুলো দেখতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে পণ্যের পরিমাণ বাড়াতে পারবেন এবং কমাতে ও পারবেন।  

পণ্য বাড়ানো এবং কমানোর পর Update cart এ ক্লিক করে নিচের দিকে যান। 

Change address এ ক্লিক করে আপনার জেলা এবং পোস্ট অফিসের কোড নম্বর বসিয়ে নিন। যদি পোস্ট অফিসের কোড নম্বর না জানেন তাহলে ঘরটি খালি রাখুন এবার Proceed to checkout এ ক্লিক করে পরবর্তি পেইজ যান।
Checkout পেইজে আপনার নাম, ঠিকানা, (পোস্ট অফিসের কোড নম্বর যদি থাকে দিন না হলে খালি রাখুন) মোবাইল নাম্বার, ই-মেইল এ্যাড্রেস দিয়ে পেমেন্ট অপশন সিলেক্ট করে Place order এ ক্লিক করুন। 

অভিনন্দন ! আপনি সফলভাবে রুপেরহাট বাংলাদেশে পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলেছেন। এরপর আপনাকে আর শুধু একটা কাজই করতে হবে, পছন্দের পণ্যটি দরজায় ডেলিভারি ম্যান টোকা দেবার আগ পর্যন্ত অপেক্ষা। বুঝতেই পারছেন- এবার নিরাপদ অনলাইন শপিং হবে আরো দ্রুত গতিতে, আরো সহজে, রুপেরহাট মোবাইল অ্যাপে। হ্যাপি শপিং !

Comments