টেসলাতে যার বিনিয়োগ মাস্কের চেয়েও বেশি !


টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ছবিতে কোগুয়ানকে দেখা যাচ্ছে। ভদ্রলোক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও নিউইয়র্ক ল’স্কুলে পড়েছেন। এসএইচআই ইন্টারন্যাশনাল নামে একটি আইটি কোম্পানি চালান। প্রাইভেট কোম্পানি হিসেবে কোম্পানীর টেকাটুকার হিসেব করাটা কঠিন। কিন্তু তার যে অনেক টাকা সেটা বোঝা যাচ্ছে। গত বছর দেখা গেছে টেসলাতে তার শেয়ারের পরিমান ইলন মাস্ক ও ল্যারি এলিসনের পরেই। সেই সময় তার কাছে টেসলার ৬২ লক্ষ শেয়ার ছিল। গতমাসে টেসলার শেয়ার স্প্লিট হওয়ার পরে সেই সংখ্যা বেড়ে এক কোটি ৮৬ লক্ষ হওয়ার কথা। এগুলো কিনতে তার কমপক্ষে ১ বিলিয়ন ডলার খরচ হয়েছে।  

সম্প্রতি তার টুইটে দেখা যাচ্ছে তার কাছে টেসলার শেয়ারের সংখ্যা ২ কোটি ২৬ লক্ষ। তার মানে এর মধ্যে তিনি আরও ৪০ লক্ষ শেয়ার কিনেছেন। এগুলো কিনতেও তার বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয়েছে। 

গত সপ্তাহে আরও এক লক্ষ ৪ হাজার ২০০ শেয়ারও কিনেছেন। সব মিলিয়ে টেসলাতে তার বিনিয়োগ দুই বিলিয়ন ডলার। 

এখন দেখা যাক, মাস্ক নিজে টেসলাতে কতো বিনিয়োগ করেছেন। সিরিজ-এ তে মাস্কের বিনিয়োগ ছিল ৬৫ লক্ষ ডলার। এর পরের প্রায় সবগুলো রাউন্ডে তার বিনিয়োগ ছিল। হিসেব করে দেখা যাচ্ছে টেসলাতে মাস্কের টেকাটুকার বিনিয়োগ ২০০ মিলিয়ন যার বর্তমান বাজারদর হলো মাত্র ২০০ বিলিয়ন ডলার।  

আর ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসনের টেসলাতে বিনিয়োগ প্রায় ১ বিলিয়ন ডলার। 

তার মানে দেখা যাচ্ছে কোগুয়ানই ক্যাশ টাকায় মাস্ক ও ল্যারি একত্রে টেসলাতে যতো বিনিয়োগ করেছেন তার চেয়ে বেশি বিনিয়োগ করেছেন। 

বিলিয়ন ডলার স্টার্টআপের গল্পগুলো এরকমই হয় এরকম অসাধারণ গল্প নিয়ে তৈরি বই "বিলিয়ন ডলার স্টার্টআপ" কিনে পড়ে ফেলতে পারেন। 

কোগুয়ানের টুইটঃ 
https://twitter.com/KoguanLeo/status/1569730408664961024

Comments