পৃথিবীর ২২০টি দেশ থেকে রূপেরহাটে কেনাকাটা করা যায়‌।

অনেকদিন যাবত রুপেরহাট ওয়েবসাইটে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাস্টমাররা মেড ইন বাংলাদেশী পণ্য কিনতে আগ্রহী। এরই ধারাবাহিকতায় আমরা সর্বপ্রথম ১৯/০২/২০২২ তারিখে যুক্তরাজ্য এবং মালয়েশিয়ায় বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে কাস্টমারদের পণ্য সরবরাহ করি।

পোস্ট অফিসের মাধ্যমে পণ্য পাঠাতে গেলে সময় কিছুটা দেরি হয় যা কাস্টমাররা অনেক সময় সহ্য করতে চায় না। কাস্টমারদের চাহিদার প্রেক্ষিতে আমরা চেষ্টা করি কিভাবে কাস্টমারদের আরো দ্রুত পণ্য ডেলিভারি দেওয়া যায়।

এরই ধারাবাহিকতায় রূপেরহাট গ্লোবাল লিমিটেড DHL এর সাথে অফিসিয়ালি কার্যক্রম শুরু করার চিন্তা করে।

০৩/০৮/২০২২ তারিখে DHL এর অফিসিয়াল মেম্বার হতে রূপেরহাট আবেদন জানায় এবং ২৮/০৮/২০২২ তারিখে যাবতীয় অফিশিয়াল কার্যক্রম শেষ হয়।

অফিসিয়াল কার্যক্রম শেষ হওয়ার পর DHL কর্তৃপক্ষ অভিহিত করেন এখন থেকে রূপেরহাট গ্লোবাল লিমিটেড DHL এর লজিস্টিক সার্ভিস ব্যবহার করে পৃথিবীর ২২০ দেশে রূপেরহাটের কাস্টমারদের কাছে পণ্য সরবরাহ করতে পারবেন।

যার ধারাবাহিকতায় রূপেরহাট DHL এর মাধ্যমে সর্বপ্রথম পরীক্ষামূলক ভাবে পৃথিবীর তিন প্রান্তের তিনজন কাস্টমারের কাছে পণ্য সরবরাহ করেন। প্রথম পার্সেলটি যুক্তরাজ্যে দ্বিতীয় পার্সেল টি অস্ট্রেলিয়া এবং তৃতীয় পার্সেলটি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

পার্সেল ছাড়ার তিন দিনের মধ্যেই কাস্টমাররা তাদের কাঙ্খিত পণ্যটি পেয়ে যায় এবং কবির আহমেদ নামে যুক্তরাজ্য প্রবাসী একজন কাস্টমার আনন্দিত হয়ে রূপেরহাটের অফিসিয়াল ফেসবুক গ্রুপে নিচের পোস্টটি করেন।

Comments